October 15, 2019, 8:18 am

শিরোনাম :
ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক বগুড়ার মাটিডালীতে নেশার টাকা না পেয়ে এক ব্যক্তির আত্মহত্যা শিবগঞ্জে পানির ফোয়ারা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ সীমান্তে ৩ লক্ষ টাকার ভারতীয় প্রকার পণ্য আটক পাইকগাছায় মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে আপত্তিকর জিডি করায় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদককে গণপিটুনী ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১ ফুলবাড়ীতে বিপুল পরিমাণ নকল জুস ধ্বংস বোয়ালমারীতে নিখোঁজ অটোভ্যান চালক কিশোরের কঙ্কাল উদ্ধার যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিলসহ আটক-১ মিঠাপুকুরে ফটোসেশনেই সীমাবদ্ধ বাল্যবিবাহ নিরোধ দিবসের কর্মসূচী

এবার কিল বিল’র হিন্দি রিমেকে শাহরুখ

Spread the love

এবার কিল বিল’র হিন্দি রিমেকে শাহরুখ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত জনপ্রিয় সিনেমা কিল বিল। এটির হিন্দি রিমেকের পরিকল্পনা চলছে। আর এতে খল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। চলতি বছরের শুরুতে প্রযোজক নিখিল দ্বিবেদী অনুরাগ কাশ্যপকে নিয়ে সিনেমাটির পরিকল্পনা করেন। খল চরিত্রে শাহরুখকে নিতে চাইছেন প্রযোজক। মিড-ডেতে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, নিখিল চলতি বছরের শুরুতে সিনেমাটির স্বত্ব কেনেন। এখন তিনি এই প্রজেক্টটি শুরু করতে চাইছেন। বিল চরিত্রের জন্য শাহরুখের সঙ্গে কথা চলছে। শাহরুখ তার পরবর্তী সিনেমা হিসেবে যে চিত্রনাট্যগুলো বিবেচনায় রেখেছেন তার একটি এটি। এ ছাড়া তিনি অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করতেও আগ্রহী। তবে আলোচনা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। ২০০৩ সালে মুক্তি পায় কিল বিল: ভলিউম ওয়ান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন উমা থারম্যান, লুসি লিউ প্রমুখ। বিল চরিত্রে দেখা যায় ডেভিড ক্যারাডিনকে। এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় শাহরুখের অভিনয়ের গুঞ্জন শোনা যায়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আমি তখনই সিনেমা করব যখন মন থেকে চাইব। মন থেকে যখন অভিনয় আসবে তখনই করব, কিন্তু এখন আমি এরকম কিছু অনুভব করছি না। অনেকেই আমাকে সিনেমার চিত্রনাট্য শোনাচ্ছেন। ২০-২৫টি গল্প শুনেছি। এর মধ্যে ২-৩টি পছন্দ হয়েছে। কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি কোন সিনেমাটি করব। কারণ যখনই আমি সিদ্ধান্ত নিব তখন থেকেই সিনেমাটি নিয়ে কাজ শুরু করতে হবে। আমাকে সেটির মধ্যে সম্পূর্ণ মগ্ন হয়ে যেতে হবে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ