January 18, 2020, 6:05 am

শিরোনাম :
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ নারী নিহত সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি- সোনাতলা) সংসদ সদস্য আব্দুল মান্নান এমপি আর নেই সবাই মিলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবো-আবুল কালাম আজাদ এমপি যশোরের ঐতিহ্য বাহী জামতলার রসগোল্লা ও সাদেক গোল্লা স্বাদে এবং গুনা গুণের ইতিহাস মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে পীরগঞ্জ নির্বাহী অফিসার এর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় স্পীকার কর্তৃক নতুন এম্বুলেন্স হস্তান্তর শিবগঞ্জে বিনা মূল্যে হুইল চেয়ার টিউবওয়েল সেলাই মেশিন বিতরন কেশবপুরে মেম্বারের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ যশোরের গৃৃৃহবধু ভারতের বনগাঁয় খুন

উন্মোচনের আগেই ফাঁস গুগল পিক্সেল ৪-এর দাম

Spread the love

উন্মোচনের আগেই ফাঁস গুগল পিক্সেল ৪-এর দাম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উন্মোচনের আগেই জানা গেছে নতুন গুগল পিক্সেল ৪ এবং ৪এক্সএল-এর কানাডিয়ান বাজার মূল্য।

টুইটারে ডিভাইসটির দাম ফাঁস করেছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

ব্লাসের বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ৪-এর ৬৪ গিগাবাইট সংস্করণের বাজার মূল্য শুরু হবে ১০৪৯.৯৫ কানাডিয়ান ডলার থেকে। আর ডিভাইসটির ১২৮ গিগাবাইট মডেলের দাম বলা হয়েছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার।

অন্যদিকে পিক্সেল ৪ এক্সএল-এর ৬৪ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হচ্ছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার এবং ১২৮ গিগাবাইট মডেলের দাম ১৩৫৯.৯৫ কানাডিয়ান ডলার।

গুগলের নতুন এই ফ্যাগশিপ ডিভাইসটিতে ‘লাইভ ক্যাপশন’ ফিচার রাখা হবে বলেও জানিয়েছেন ব্লাস। এই ফিচারের মাধ্যমে অডিও অনুবাদ করে সাবটাইটেল আকারে পর্দায় দেখানো হবে।

এর আগে বিভিন্ন সময়ে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে নতুন পিক্সেল ডিভাইসে ছয় গিগাবাইট র‌্যামের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রাখা হবে। ডিভাইস্টির পেছনে থাকবে ডুয়াল ক্যামেরা ব্যবস্থা। এর মধ্যে মূল সেন্সরটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

পিক্সেল ৪ ডিভাইসটিতে রাখা হতে পারে ৫.৭ ইঞ্চি ৯০ হার্টজের ১০৮০পি+ ওলেড পর্দা এবং ২৮০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে পিক্সেল ৪ এক্সএল-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চি ৯০ হার্টজের ১৪৪০পি+ ওলেড পর্দা এবং ৩৭০০এমএএইচ ব্যাটারি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ