January 17, 2020, 11:48 pm

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলম বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর হাতে আটক মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ

Spread the love

সাখাওয়াত হোসেন মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম এএসআই আহসান এটিএসআই নাসিম এটি এসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় গত ০৫/০৮/২০১৯ তারিখ সকাল ০৮.৩৫ টার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী লোহার ব্রীজের পশ্চিম মাথায় পাকা রাস্তার উপর হইতে ২৫( পঁচিশ) পিচ্ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলম (৪০) পিতা মোঃ আবুল কাশেম বর্তমান সাং বাঘোপাড়া দক্ষীন পাড়া ( শ্বশুর বুলু মিয়া) থানা ও জেলা বগুড়া স্থায়ী ঠিকানা, সাং মমিনপুর উত্তর পাড়া থানা, চাটখিল জেলা নোয়াখালী কে আটক করে অদ্য ০৫/০৮/২০১৯ তারিখে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ আগস্ট ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ