May 25, 2020, 12:14 pm

শিরোনাম :
ঈদের দিন ও করোনার ক্লান্তিলগ্নে কাউন্সিলর প্রার্থী রাসেদের সেবা কার্যক্রম অব‍্যাহত আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই তাজুল ইসলাম আখাউড়া বাসীসহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদের দিনে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল অভিনেতা আজম খানের আটটি নাটক এবার ঈদে প্রচারিত হচ্ছে ঈদে আনন্দ করুন ঘরে বসেই-প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে চার রোহিঙ্গাসহ আরো ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত আখাউড়ায় নিরীহ অসহায় ও ভাসমান মানুষের মাঝে সাধ্যমত ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সাথী আক্তার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানান ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল অফিস পরিচালক মোঃ সিজান খাঁন সোহাগ ঈদের শুভেচ্ছা

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পক্ষে বোয়ালমারীতে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের পক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ৫শ কর্মহীন জনগণের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১৮.০৫.২০) দুপুরে চতুল ইউনিয়ন বোর্ড অফিস চত্বরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল, গুঁড়ো দুধ, সয়াবিন তৈল ইত্যাদি।
বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জান লিটু, যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ ও এসএম শাফিউল্লাহ সাফি, সদস্য ওবায়দুর রহমান মৃধা, ইমরুল চৌধরী, গোপাল সাহা, হাসান সিকদার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সাহিদুল ইসলাম সোহরাব, সৈয়দ গোলাম মোর্তুজা তমাল, মুরসালিন শ্রাবণ, ফাহিম প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ