October 16, 2019, 6:44 pm

শিরোনাম :
সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজী বীজ বিতরণ করলেন- আব্দুল মান্নান এমপি সারিয়াকান্দিতে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান করলেন- ইউএনও সাংবাদিক রুহুল আমীন খন্দকারের মাতার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী: শান্তি-শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে কালো তালিকাভুক্ত হতে পারে পাকিস্তান অযোধ্যা মামলার শুনানি: আইনজীবীর ঔদ্ধত্যে বিরক্ত প্রধান বিচারপতি আইসিসিতে ‘বোল্ড আউট’ ভারত লণ্ডভণ্ড জাপান, মৃতের সংখ্যা বেড়ে ৭৪ পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেবেন না মোদি প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, সীমান্তে উত্তেজনা

আমার জন্য পরিস্থিতিটা বিব্রতকর: দু প্লেসি

Spread the love

আমার জন্য পরিস্থিতিটা বিব্রতকর: দু প্লেসি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রোটিয়াদের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বার ঘটলো এমনটা। প্রথম পর্বতেই বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। সবশেষ ২০০৩ সালের পর এমনটি দেখলো ফাফ দু প্লেসিরা। হতাশাজনক এমন পারফরম্যান্সে পরিস্থিতিটাকে বিব্রতকর মনে হচ্ছে প্রোটিয়া অধিনায়কের কাছে।

ম্যাচের পর প্লেসি বললেন, ‘অবশ্যই খুব বাজে অবস্থানে থেকে শেষ করতে যাচ্ছি। তবে আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারায় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিজেকে গর্বিত মনে করি। কিন্তু এই মুহূর্তে যে ফল আসছে তা সীমা অতিক্রম করে গেছে। বলতে গেলে তা বিব্রতকর। তবে আমরা চেষ্টা করছি। আর আমিও মানুষ, বিষয়টা আমাকেও খুব করে বিঁধছে।’

বিশ্বকাপে দলীয় পারফরম্যান্সে কিছুই ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। বোলিং থেকে শুরু করে ব্যাটিং- সব কিছুতেই পারফরম্যান্সের গ্রাফটা নিচে। এই অবস্থায় সব কিছু নিজের কর্তৃত্বে রাখা সম্ভবও নয় বলেই মনে করেন তিনি, ‘এটা বলতে পারেন চ্যালেঞ্জিং। আমার বৈশিষ্ট্য হচ্ছে সমস্যা যতগুলো আছে তা সমাধানের চেষ্টা করা। যেগুলো পারি, তা সমাধানের চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না।’

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ