November 5, 2019, 4:43 pm

শিরোনাম :
গাইবান্ধায় অগ্নিকান্ড ৯ লাখ টাকা মূল্যের বিদেশী গরু পুড়ে গেছে লালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আলফাডাঙ্গায় সাংবাদিক হারান মিত্রের অকাল মৃত্যুতে শোক সভা নবাবগঞ্জে বিশাল সীরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত তাহিরপুরের যাদুকাটা চাঁদাবাজদের দৌরাত্বে অসহায় বালু পাথর শ্রমিকরা ও ব্যবসায়ীরা ঢাকা সিটি নির্বাচনে আলোচনায় ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরী ও সফিউল ইসলাম মহিউদ্দিন রাজধানীর জাবিতে পুলিশের সামনেই শিক্ষকদের লাঞ্ছিত করল ছাত্রলীগ না ফেরার দেশে চলে গেলেন সাদেক হোসেন খোকা কেশবপুরের নবাগত ওসি হেলমেটবিহীন ১৯ মোটরসাইকেল চালককে হেলমেট পরালেন

আওয়ামী লীগের সম্মেলনে থাকছে না বিদেশি অতিথি

Spread the love

আওয়ামী লীগের সম্মেলনে থাকছে না বিদেশি অতিথি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

আওয়ামী লীগের আগের সম্মেলনগুলোতে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ২১তম সম্মেলনে কোনো বিদেশি অতিথি থাকছেন না। গতকাল শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্মেলন প্রস্তুতির অভ্যর্থনা উপ-কমিটির সভায় এ কথা জানান ওই উপ-কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যেহেতু আগামি বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয় রয়েছে, সেখানে আমরা বছরজুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাব। তাই সম্মেলনে আলাদা করে কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে দেশেই বিভিন্ন দূতাবাসে যারা রয়েছেন, তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান নাসিম। উপ-কমিটির সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচি দীপু মনি বলেন, আওয়ামর লীগের গত সম্মেলনে ৫০ জনেরও বেশি বিদেশি অতিথি আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২১ সালে মুজিব বর্ষের অনুষ্ঠানমালায় আরও অনেক বিদেশিকে আমন্ত্রণ জানানো হবে। সম্মেলন নিয়ে নাসিম বলেন, সামনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের শক্তির উৎস। এ ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, দুনীতির কারণে বিএনপির নেত্রী খালেদা জিয়া জেল খাটছেন। তাদের মুখে আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা মানায় না। আমাদের নেত্রী শেখ হাসিনা নিজের ঘর থেকে দুনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি যে সাহস দেখিয়েছেন এই সাহস কেউ দেখাতে পারেনি। বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের উপর যে তাণ্ডব চালিয়েছে, অপকর্ম করেছে, তার ফল এখন ভোগ করছে। পাপের ফল ভোগ করছে, পাপ বাপরে ছাড়ে না। অভ্যর্থনা উপ-কমিটির সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ