January 17, 2020, 7:58 pm

অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ডের পথে জার্মানি

Spread the love

অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ডের পথে জার্মানি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সরকার গঠনের সময় জোটসঙ্গীদের সবাই অস্ত্র রপ্তানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিলেও জার্মানির অস্ত্র রপ্তানি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। যা রীতিমতো নতুন রেকর্ড ছুঁতে চলেছে। দেশটির ক্ষমতসীন সরকারের এমন বিপীতমুখী সিদ্ধান্তে সমালোচনায় মেতেছেন সবুজ দলের এক নেতা।

 

 

সবুজ দল বা অ্যালায়েন্স ৯০ এর নেতা ওমিদ নুরিপুর এ অবস্থার জন্য জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দলেরও (এসপিডি) কঠোর সমালোচনা করেছেন। তার বক্তব্য, এসপিডি শান্তির চেয়ে অস্ত্র বিক্রির লাভকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে।

 

২০১৮ সালে সরকার গঠনের সময় জোটের সবাই একমত হয়েছিলো তারা অস্ত্র রপ্তানি কমিয়ে আনবেন। কিন্তু তা ক্রমশ বেড়েই চলেছে।

 

চলতি সংসদ অধিবেশনে ওমিদ নুরিপুরের এক প্রশ্নের জবাবে দেশটির অর্থ মন্ত্রণালয় যে তথ্য জানায় তাতে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ছয় দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকার। যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৭৫ ভাগ বেশি। অস্ত্র রপ্তানির এই ধারা অব্যহত থাকলে বছর শেষে রপ্তানির নতুন রেকর্ড হওয়া সময়ের ব্যাপার মাত্র। ২০১৫ সালে মোট রপ্তানির পরিমাণ ছিলো সাত দশমিক ৮৬ বিলিয়ন ইউরো।

 

জার্মানি যেসব দেশে অস্ত্র রপ্তানি করে থাকে সে তালিকায় ইরোপের দেশ যেমন আছে তেমনি মধ্য প্রাচ্যের দেশ মিশর, আরব আমিরাতও আছে। সৌদিও ছিলো, কিন্তু সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দেশটিতে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় জার্মানি। এছাড়া ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ের নামও আছে তালিকায়।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ