August 22, 2019, 4:53 pm

শিরোনাম :
ইসলামপুরে মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্ম জঞ্জাল ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত ইসলামপুরে সুধীদের সাথে মত বিনিময় হিলিতে ভিক্ষুকদের পূর্ণবাসনে রিক্সা ভ্যান ও দোকান বিতরণ ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ড দেড় কোটি টাকা ক্ষতি শিবগঞ্জে মহব্বত নন্দীপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জেলা শিক্ষা অফিসার কর্তৃক পরিদর্শন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগ তানোর থানা পুলিশের হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামী ও গাঁজাসহ গ্রেফতার ৩ শিবগঞ্জ ৫৩ নং মনাকষা বিওপির বিজিবির হাতে ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১ র‌্যাব-৫ এর অভিযানে ৫০ বোতল বিদেশীমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

অভিনয়ে ফিরছেন তমালিকা

Spread the love

অভিনয়ে ফিরছেন তমালিকা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নিজের জীবনে কিছুটা পরিবর্তন আনার জন্য গত প্রায় এক বছর যাবৎ আমেরিকাতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার। তবে গেল ঈদের আগে তিনি দেশে চলে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে দেশেই নিয়মিত থাকবেন, অভিনয়েও আগের মতো নিয়মিত হবেন। সে লক্ষ্যে নিজের নাট্যদল আরণ্যকের দর্শকপ্রিয় মঞ্চ নাটক ‘রাঢ়াং’-এর মধ্যদিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হবে। তমালিকার ভাষ্যমতে তিনি এখন পর্যন্ত এই নাটকের তিনটি মঞ্চায়নে থাকতে পারেননি। যথারীতি মঞ্চায়নে দর্শকের সামনে শ্যামলীরূপে উপস্থিত হবেন।

প্রায় একবছর আগে ‘রাঢ়াং’র জন্যই মঞ্চে উঠেছিলেন তমালিকা। তিনি বলেন, ‘রাঢ়াং’ ২০০৪ সাল থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে। আমিও ছিলাম শুরু থেকেই। আজীবন থাকবো। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে শোটি উপভোগ করার জন্য। ‘রাঢ়াং’ রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ। এদিকে আগামি ঈদের জন্য নাটক-টেলিফিল্মেও অভিনয় করবেন তমালিকা কর্মকার।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ