October 14, 2019, 5:22 am

অন্তর্বাসের ব্র্যান্ড খুললেন সানি লিওন

Spread the love

অন্তর্বাসের ব্র্যান্ড খুললেন সানি লিওন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সানি লিওন বরাবরই খোলামেলা ও সাহসী। পর্ন ছবি থেকে শুরু করে কনডমের বিজ্ঞাপন- সবেতেই সাবলীলভাবে কাজ করেছেন আগে। এবার অন্তর্বাসের সংস্থা খুললেন সানি। তার সেই সংস্থার নাম ‘ইনফেমাস’। সোমবার মুম্বইতে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ইনফেমাস’ চালু করেন তিনি। সানিকে খোলামেলা পোশাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সব সময়ই নিজের পছন্দে খেতে এবং পরতে বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, সোয়েটারও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে? নিজের পরবর্তী সিনেমার ব্যাপারে সানি জানান যে তিনি এখন অর্জুন পাটিয়ালার কাজ নিয়ে ব্যস্ত। আরেকটি ছবি আছে হাতে, নাম ‘কোকাকোলা’। এই ছবিটি সম্ভবত এই বছরেই মুক্তি পাবে বলে জানান তিনি। সানি জানিয়েছেন তার ব্র্যান্ডে মূলত অন্তর্বাস ও কিছু লাউঞ্জ ওয়্যার পাওয়া যাবে। এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক বাই সানি লিওন’ নিয়ে এসেছিলেন। সুতরাং ব্যবসায় সানি নতুন নন। ব্যবসাটা তিনি ভালোই বোঝেন। তবে তার দাবি, তার স্বামী ড্যানিয়েল আরো ভালো সামলাতে পারে ব্যবসা।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ